১২ নং ঝিকরাইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিত্ব
আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানা ভাবে বিভিন্ন পরিবেশের সাথে প্রতিযোগীতা করে টিকে আছি । আমরা আমাদের আজকের অবস্থানের আদি ইতিহাস জানিনা । অনেকে আমাদের বাবা কিংবা দদাদের আমলে ঘটে যাওয়া বিশেষ আর্থ সামাজিক চিত্রের কথা বলতে পারিনা । আর আমরা আজকে য আধুনিকতা পেয়েছি তার অবদান কে রেখেছে বা কিভাবে এই আধুনিক যুগের সূত্রপাত ঘটল তা আজও আমাদের অজানা । আমি আমাদের এই এলাকার ১০০ বছর আগের জীবন চিত্র কেমন ছিল তা আজ একটি বিশেষ ভাবে তুলে ধরা হলো।
তথাকথিত ১ নংওয়ার্ডের নামকান নামক গ্রামের রমেশ লাহিড়ী,
১ নংওয়ার্ডের রনশীবাড়ী নামক গ্রামের ভোলানাথ স্যানাল,
৩ নংওয়ার্ডের উত্তর সরদারপাড়া নামক গ্রামের গোসাই ঠাকুর,
২ নংওয়ার্ডের ঝিকরা জোয়ানভাগপাড়া গ্রামের ফয়েজ উদ্দিন পন্ডিত
৩ নংওয়ার্ডের ঝিকরা রাজারামপুর পাড়া গ্রামের ইসমাইল খাঁ
৩ নংওয়ার্ডের ঝিকরা জোয়ানভাগপাড়া গ্রামের অধ্যাপক আব্দুল গফুর প্রমুখ ব্যক্তির্গ।
১২ নং ঝিকরাইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিত্ব
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS